নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার সকল উপজেলায় ১টি করে প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রসাকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ উপধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র, প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে করিমী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply