আবুল হোসেন সদর প্রতিনিধি: ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। পবিত্র ঈদুল আযহা‘র উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক আমাদের দেশ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও জেলা সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তুহিন হোসেন। তিনি সাতক্ষীরা জেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক মোঃ তুহিন হোসেন ও নির্বাহী সম্পাদক- মীর মাহবুব হাসান নিন্টু বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আয্হা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ঈদুল আয্হা মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা। যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন।
পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও কল্যাণ। আত্মত্যাগ, সহমর্মিতা আর ভালোবাসার মহিমান্বিত বার্তা নিয়েই ফিরে এসেছে ঈদুল আজহা। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা! আপনার ও আপনার পরিবারের জন্য রইলো পবিত্র ঈদুল আজহার অফুরন্ত শুভকামনা। ঈদ মোবারক! কোরবানির প্রকৃত শিক্ষা হোক আমাদের জীবনের পথপ্রদর্শক। ঈদুল আজহার শুভেচ্ছা রইলো সবাইকে। ত্যাগই ঈদুল আজহার মূল শিক্ষা। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন এবং জীবনেও সেই ত্যাগের মানসিকতা তৈরি করে দেন। ঈদ মোবারক।
দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর সম্পাদক ও প্রকাশক বলেন, আমাদের উচিত প্রতিটি পশু কোরবানির পাশাপাশি নিজের অন্তরের পশুত্বকেও কোরবানি দেওয়া।” “হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ এবং ইসলামের চিরন্তন শিক্ষা আমাদের মাঝে বিভেদ নয়, বরং ঐক্য ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ধনী-গরিব বৈষম্য দূর করে ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের উচিত মানবতার সেবায় নিয়োজিত থাকা। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই চেতনায় আমরা যেনো প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানবকল্যাণে নিজেদের নিবেদিত করি।” আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
Leave a Reply