1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার প্রচন্ড তাপদহে জনজীবন অতিষ্ট - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

সাতক্ষীরার প্রচন্ড তাপদহে জনজীবন অতিষ্ট

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ‘আল্লাহ মেঘ দে, পানি দে আরও দে ছায়া’ এই গানের কলি যেন মানুষের মুখে মুখে। আকাশ পানে যেন মানুষ যেন চেয়ে আছে কখন যে একটু বৃষ্টি নামবে পরিবেশটা ঠান্ডা হবে। মানুষের মাঝে স্বস্থি ফিরে আসবে। সূর্য উঠার সাথে সাথেই আলোর ঝলকানি দিতেই যেন তাপমাত্রা শুরু হতে লাগে এমন অভিমত সুন্দরবন উপকূলের সাধারণ মানুষের।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রচন্ড তাপদহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এক দিকে প্রচন্ড তাপদহ অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং চলছে। ফলে সব বয়সী মানুষের গরমে বেশ কষ্ট পেতে হচ্ছে। দিনে ও রাতে তাপমাত্রা তেমন বেশি পরিবর্তন হচ্ছেনা বলে সাধারণ মানুষ মত প্রকাশ করেন। কৃষক ক্ষেতের ফসলের জন্য, সাধারণ মানুষ স্বস্থির পরিবেশের জন্য, গৃহিনী তার রান্নার পানির অভাব মেটানোর জন্য, মৎস্য ব্যবসায়ী তার মৎস্য ঘেরে ও পুকুরে মাছ চাষের প্রয়োজনীয় পানির অভাবের জন্য বৃষ্টির অপেক্ষায় রয়েছেন। প্রচন্ড তাপদহে বিভিন্ন ইউনিয়নে ছোট ছোট নদী, খাল, পুকুর এক প্রকার পানি শূণ্য হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড় মোখার সময় উপকুলীয় সাতক্ষীরায় তেমন কোন প্রভাব পড়েনি। সেখান থেকে এখনও তাপ প্রবাহ কমবেশি বয়ে চলেছে বলে অনেকে মতামত দিয়েছেন। বর্তমানে শ্যামনগরে ৩৪ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বা কম বেশি চলছে। একই সাথে প্রচন্ড রৌদ্র, গুমট ভাব, গাছের পাতার নড়ন কম। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় মানুষের চলাচল কমে যায়। বাজারে মানুষের উপস্থিতি কম দেখা যায়। শ্যামনগর সদর ইউনিয়নের বাসিন্দা ৪৫ বছর বয়সের আমিনুর রহমান, আবাদচন্ডিপুর গ্রামের মাধ্যমিক স্কুলের শিক্ষক ৫০ বছর বয়স্ক ব্যক্তি মিজানুর রহমান, জেলেখালী গ্রামের গৃহিনী ৭০ বছর বয়সের ব্যক্তি আহলাদি বলেন একটানা দীর্ঘ দিন এমন তাপপ্রবাহ বয়ে যেতে খুব কম দেখা গেছে বা আবার কেহ বলেন দেখেনি।
তাপপ্রবাহ বেড়ে যাওয়ায় দিন মজুর শ্রেনির মানুষ প্রত্যহ ঠিকমত কাজ করতে পারছেন না বলে অনেকে জানান। এদিকে কোন কোন এলাকায় পুকুর বা জলাশয় গুলির পানি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে রান্নার পানি, গোসলের পানির সংকট দেখা যাচ্ছে। সদর ইউনিয়নের বাসিন্দা নয়ন গাইন বলেন তিনি রান্না ও খাওয়ার পানি পৃথকভাবে ড্রামে ড্রামে ক্রয় করে থাকেন। নকিপুর গ্রামের বাসিন্দা গৃহিনী শর্মিষ্ঠা রানী বলেন তিনি রান্নার জন্য পানি ক্রয় করেন প্রতি ড্রাম ৩০ টাকা ও সুপেয় পানি ক্রয় করেন প্রতি ড্রাম ৪০ টাকা।এদিকে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সোলার বিক্রয় বেড়ে গেছে বলে বিক্রেতারা জানান। শ্যামনগর উপজেলা সদরে জার্মান সোলার বিক্রয়কারীর দোকানে সরজমিনে দেখা যায় সোলার ক্রেতাদের ভিড়। ব্যবসায়ী জানান প্রচন্ড গরমে বিদ্যুতের লোডশেডিং বাড়ায় সোলার বিক্রয় আগের চেয়ে একটুর বেড়েছে। তবে তিনি মালামালের দামও বেড়েছে বলে জানান। উপজেলা সদরের ইলেকট্রনিক্স মালামাল বিক্রেতারা বলেন গরমে ফ্যান বিক্রী বেড়েছে। একই সাথে সামর্থ্য অনুযায়ী এসিও ক্রয় করছেন অনেকে যা উপজেলার মিনিস্টার শোরুম, ওয়ালটন শোরুম সুত্রে প্রকাশ। গরমে দেশি ফল ডাব, তালের শাস, লিচু, আম সহ অন্যান্য ফলের চাহিদা বেড়েছে। গরমে প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতিও কম হচ্ছে বলে প্রতিষ্ঠান প্রধানরা জানান। কলবাড়ী নেকজানিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক শিবাশিষ মন্ডল বলেন গরমে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম হচ্ছে।
প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসাবে উপকুলের উন্নয়ন সংগঠন লির্ডাসের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন দিনে দিনে বৈশি^ক তাপমাত্রা বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে বলে মত প্রকাশ করেন। এছাড়া বৃক্ষরাজি কমে যাওয়া, লবন পানির প্রভাব সহ অন্যান্য কারণ উল্লেখ করেন। তিনি আরও বলেন তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা আর্দ্রতা বাড়িয়ে দিচ্ছে। ফলে তাপমাত্রার তুলনায় বেশি গরম অনুভূত হচ্ছে। অধিক তাপমাত্রা উদ্ভিত ও প্রাণিকুলের জন্য ক্ষতিকর বলে তিনি বলে উল্লেখ করেন।প্রচন্ড তাপদহের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পেটের পীড়া সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন। শ্যামনগর হাসপাতাল সুত্রে প্রকাশ গরমে ডায়রিয়া রোগির সংখ্যা বেড়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে প্রকাশ বেশ কয়েক মাস যাবত উপকুলের শ্যামনগরে বৃষ্টিপাত না হওয়ায় কৃষি ফসল সহ অন্যান্য ক্ষেত্রে পানি সংকট রয়েছে। বিশেষ আউস ফসল, পাট বসত বাড়ির সবজি চাষে পানি সংকটের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন প্রচন্ড তাপদহের কারণে এলাকায় লবনাক্ততার পরিমান বৃদ্ধি পেয়েছে। তিনি জুন মাসের ১ম সপ্তাহের বিভিন্ন নদীর পানির লবনাক্ততা পরীক্ষার রিপোর্ট উল্লেখ করে বলেন মুন্সিগঞ্জ কদমতলির খালে লবনাক্ততা পরিমান পেয়েছেন ৪৫.০ডিএস/মি, শ্যামনগরে গভীর নলকুপে লবনাক্ততা পেয়েছেন ৬.৪ ডিএস/মি, ইশ^রীপুর ও ধূমঘাট এলাকার কলকেখালী খালে লবনাক্ততা পেয়েছেন ৪৪.১ ডিএস/মি। এছাড়া অন্যান্য নদীতে পরীক্ষা করা হয়েছে। সর্বোচ্চ পেয়েছেন ৪৬.০ ডিএস/মি ও সর্ব নি¤œ পেয়েছেন ২.৩ ডিএস/মি। অধিক লবনাক্ততা ক্ষতিকর ফসলের জন্য যা তিনি রিপোর্টে উল্লেখ করেছেন।
এলাকার অভিজ্ঞ মহল তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি বেশ ভাবিয়ে তুলছে বলে উল্লেখ করেন। তারা আরও বলেন  উদ্ভিদকুল, মানুষ, প্রাণি সকলের জন্য তাপমাত্রা বৃদ্ধি ক্ষতিকর যার ফলে এখনই তাপমাত্রা বৃদ্ধির কারণ অনুসন্ধান করে বিরুপ প্রভাব কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা দরকার বলে অভিজ্ঞরা মতপ্রকাশ করেন। প্রচন্ড তাপদাহ মানুষ ও প্রকৃতির জন্য খুব কঠিন বিষয় হয়ে দাঁড়াতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd