কে এম রেজাউল করিম দেবহাটা :স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের পক্ষ থেকে নানা কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল-সকাল সাড়ে ৮ টায় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন ও কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. মইনুদ্দিন খান এর নেতৃত্বে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শিক্ষক মিলনায়তনে দিবসের আলোচনা, করোনায় মৃত্যুবরণকারী কলেজের স্টাফ মো. মামুন ইসলাম (মাওলা) স্মরণে ১ মিনিট নিরবতা পালন, দোয়া অনুষ্ঠান এবং সবশেষে সকাল পৌনে ১০ টায় শিক্ষকদের উপস্থিতিতে কলেজের সভাপতি ও দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এবং কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন এর নেতৃত্বে দেবহাটা উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি হিসেবে দিবসের আলোচনায় অংশ নেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোল্লা সাবীর হোসেন। শিক্ষক ও রোভার নেতা মো. আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো আলোচনা রাখেন কলেজের শরীর চর্চা বিষয়ের শিক্ষক মো. সামছুল হুদা কবীর খোকন।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রভাষক ও রোভার নেতা মো. মনিরুজ্জামান (মহসিন) এবং গীতা পাঠ করেন প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
সবশেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে একদল দুষ্কৃতকারীদের দ্বারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের মধ্য থেকে শাহাদাতবরণকারী এবং করোনায় অপরিণত বয়সে সম্প্রতি মৃত্যুবরণকারী কলেজের স্টাফ মামুন ইসলাম (মাওলা) এর রুহের মাগফিরাত কামনা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান, সহকারী অধ্যাপক মো. আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply