শ্যামনগর প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা কর্তৃক অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ২৬ জানুয়ারি বুধবার বিকেলে শ্যামনগর সদরের হাজী ট্রেডার্স। প্রোপাইটার আলহাজ্ব হাবিবুর রহমান (হবি) কে জরিমানা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানান, পণ্যের মোড়কাবদ্ধভাবে বিক্রয় করা এবং মোড়কের গায়ের সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমান, ব্যবহারবিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাত করনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ধারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ৩৭ ও ৫১ ধারা মতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযান পরিচালনা করেন, সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা মোঃ নাজমুল হাসান। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বিকাশ চন্দ্র সরকার।
সরিষার তেল, তালমিছরি মেয়াদ উত্তীর্ণ মালামাল জব্দ করে, বাজেয়াপ্ত করে।
Leave a Reply