শেখ আবদুস সালাম শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারের ২০২২-২০২৩ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় দুস্থ পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য সাতক্ষীরার শ্যামনগরে সরকারের ২০২২-২০২৩ অর্থ বছরে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪, শ্যামনগর ও কালীগঞ্জ আংশিক আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।
২৪ জুলাই (সোমবার) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আাতাউল হক দোলন,শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, রমজাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, ফাতিমা জগলুল প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে ১০৩ টি দু:স্থ পরিবারের প্রত্যেকটি পরিবারে ১বান টিন ও নগদ ৩ হাজার টাকার চেক এবং ৮ টি প্রতিষ্ঠানে প্রত্যেকটিতে ২ বান টিন ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply