শ্যামনগর থেকে: গতকাল শনিবার সন্ধ্যায় আনুমানিক রাত ৮’৩০ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টাস ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক কাফেলা পত্রিকার নুরনগর ইউনিয়ন প্রতিনিধি পলাশ দেবনাথ ও তার মা জবা রানী সহ তার পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটেছে। উক্ত হামলার ঘটনায় এরই মধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত বাবলু মোল্লা (৪৭) নামে একজন কে আটক করেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ২৬ আগস্ট রাত পৌনে ৯ টার দিকে উপজেলা দক্ষিন হাজীপুর গ্রামের গফফার মোল্লার ছেলে বাবলু মোল্লা দীর্ঘদিন ধরে সাংবাদিক পলাশ দেবনাথের বাড়ির সামনে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে থাকে। এই বিষয়ে পলাশ দেবনাথ এর মা জবা রানী প্রতিবাদ করলে পরবর্তীতে গফফার মোল্যার তিন ছেলে বাবলু মোল্লা (৪৭), লাভলু মোল্লা (৪৫) ফজলু মোল্লা (৩৬) সহ আরও কয়েকজন সাংবাদিক পলাশ দেবনাথ এর বাড়ীর সামনে এসে জবা রানী (৬০) এর উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করলে গুরুতর আহত হন। মারপিট ও টানা হেচড়ার করে তার কাপড় চোপড় ছিড়ে শ্রীলতাহানী করে এবং দোকানের ক্যাশ বাক্স ভাঙচুর করে দেশে থাকা আনুমানিক ৯০ হাজারের মতো টাকা এবং পলাশ দেবনাথ ও তার মা জবা রানীর পরিহিত গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে তারা এলাকা ত্যাগ করে পরবর্তীতে আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর প্রচেষ্টায় তাদেরকে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে,তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে রিপাট করা হয় বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply