শ্যামনগর ব্যুরো: শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শ্যামনগরে ২৮ আগষ্ট হতে ৩ সেপ্টেম্বর ২০২১ মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে সংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ আগষ্ট সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা হলরুমে মত বিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। তিনি তার বক্তেব্যে মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষ্যে সপ্তাহ ব্যাপি কার্যক্রমের বিবরণ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহিদ সুমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জহিরুল ইসলাম, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, মেরিন ফিসারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম প্রমুুখ। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মৎস্য উৎপাদন বৃদ্ধি করার পরামর্শ ও নির্দেশনা প্রপ্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য চাষী সাংবাদিক শেখ আফজাল।
Leave a Reply