এস, এম, ফিরোজ হোসেনঃ শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। “ভোটার হবে নিয়ম মেনে ভোট দিবে যোগ্য জনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। ২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার আল ইমরানের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ায়রম্যান খালেদা আয়ুব ডলি, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, সাধারন সম্পাদক জাহিদ সুমন প্রমূখ।
Leave a Reply