শেখ আব্দুর সালাম শ্যামনগর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখা সমন্বয় কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাবু তারক নাথ মন্ডলের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আসিম কুমার মৃধা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক স ম আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেলিনা সাইদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ আব্দুস সালাম, বিশেষ অতিথি উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাবেক ছাত্রনেতা খলিলুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সোহাগ, আল মামুন লিটন সহ শ্যামনগর উপজেলার সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন ভাই কে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো এই হোক সকল কর্মী অঙ্গীকার , আরো বলেন আমাদের সকল কর্মী দের সাধারণ জনগণ কে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে এবং জনগণ তাঁর সুফল ভোগ করছে সেগুলো সকল জনসাধারণকে বোঝাতে হবে এবং তারা যেন আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতন রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগিতা আমরা করতে পারি এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে আমরা ঘরে ফিরতে পারি এই হোক আমাদের অঙ্গীকার।
Leave a Reply