এস, এম, ফিরোজ হোসেন-শ্যামনগর ব্যুরো চীফঃ শ্যামনগরের ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ওয়াল্টন ল্যাপটপ বিতরন করা হয়েছে। ২০মার্চ (সোমবার) শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপ বিতরন করেন- সাতক্ষীরা ৪ আসনের এমপি এস, এম, জগলুল হায়দার। সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক বরাদ্দকৃত ১৪৮টি ল্যাপটপ শ্যামনগর উপজেলার ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেয়া হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস, এম, আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান(সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীর, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাবেক সভাপতি মিজানুর রহমান লাভলু, উপজেলা বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমূখ। পরবর্তীতে বিশেষ চাহিদা সম্পন্ন (নির্বাচিত) ৪ জন শিশুকে এ্যাসিসটিভ ডিভাইস হুইল চেয়ার ও ৪ জন শিশুকে ক্রাচ প্রদান করা হয়। শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন- প্রধানশিক্ষক পরিমল কুমার কর্মকার।
Leave a Reply