শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানি নিস্কাশনের জন্য একমাত্র স্লুইসগেটে গত বৃহস্পতিবার রাতে হঠাৎ ধস নেমে বড় ধরনের ছিদ্র হয়েছে। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি হওয়ায় উপক‚লীয় এলাকা মুন্সীগঞ্জ, নীলডুমুর, নওয়াবেঁকি সংযোগ রাস্তার মাঝে মুন্সীগঞ্জের এই স্লুইস গেটটি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার ফলে এ জনপদে আতংক বিরাজ করছে।
স্লুইসগেটে টি এই মুহূর্তে সংস্কার না করা হলে কয়েকটি ইউনিয়ন ভেসে যেতে পারে বলে জানান বুড়িগোয়ালিনী ইউপি প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ। স্থানীয়রা বলেন, বছরে দুই একবার এই গেটটির বিভিন্ন স্থান ভেঙে যায়। তবে পানি উন্নয়ন বোর্ড যেন-তেন করে মেরামত করে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে। হঠাৎ করে আবার নতুন করে বিভিন্ন স্থানে ভাঙতে শুরু করেছে।
চন্ডিপুর এলাকার মফিদুল ইসলাম বলেন, মুন্সীগঞ্জের স্লুইসগেটে টি ভেঙে গেলে শতশত মৎস্য ঘেরসহ কৃষি ক্ষেত খামার ভেসে যাবে। মুন্সীগঞ্জ স্লুইসগেটে টি সংস্কার করতে এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নিবার্হী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
Leave a Reply