1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাছ ধরার পারমিট নিয়ে সাতক্ষীরার সুন্দরবনে চলছে কাঁকড়া আহরণ- কতৃর্পক্ষ নিরব - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?📰সাতক্ষীরায় সেনা অভিযানে মাদকসহ ৩জন গ্রেপ্তার📰আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত📰ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল📰সাতক্ষীরায় বাস–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত📰ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কালিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত📰শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা সাবেক এমপি হাবিবের📰ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন

মাছ ধরার পারমিট নিয়ে সাতক্ষীরার সুন্দরবনে চলছে কাঁকড়া আহরণ- কতৃর্পক্ষ নিরব

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সুন্দররবনের রেঞ্জেন গহীন সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুমে সাদা মাছের পারমিটে চলছে কাঁকড়া আহরণ। সাতক্ষীরা বন বিভাগ সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিরব। তাদের নেই কোন অভিযান। সচেতন মহল বলছে প্রজনন মৌসুমে কাঁকড়া আহরণ হলে প্রজনন বাঁধা গ্রস্থ সহ সরকার হারাচ্ছে (রাজস্ব) শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্যকর্মকতা তুষার কান্তি মজুমদার জানান, জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে কাঁকড়া প্রজনন ঘটে। কাঁকড়া নদী ও খালে উঠলেও এর প্রজনন হয় গভীর সাগরে। তাই এসময় কাঁকড়া গভীর সাগরের দিকে ছোটে। তাছাড়া এ সময় নদীর পানি অপেক্ষা সাগরের পানি গরম থাকে এবং নদী থেকে সাগরের পানির লবনাক্ততা বেশী থাকে। এসয়ম যাতে তাদের ধরতে না পারে সে জন্য মা কাঁকড়া রক্ষায় জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে সুন্দরবনে কাঁকড়া আহরণের নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। কাঁকড়ার যখন ডিম হয় তখন তাদের ধরা খুব সহজ। এসময় তারা ক্ষুধার্থ থাকে তাদের সামনে যে খাবার দেওয়া হয় তারা দ্রæত খাওয়ার জন্য এগিয়ে আসে। এর ফলে জেলেরা প্রজনন মৌসুমে সহজেই অনেক কাঁকড়া আহরণ করতে পারে। তিনি আরও বলেন যদি এই সময় কাঁকড়া আহরণ না করা হয় তাহলে পরবতীর্ বছর কাঁকড়া উৎপাদন ও বিদেশে অধিক হারে রপ্তানী করা সম্ভব হয়। স্থানীয়রা জানান, পারুলিয়া, কলবাড়ী, নওয়াবেঁকী ও ভেটখালী বাজারের অসাধু কাঁকড়া ব্যবসায়ীরা স্থানীয় বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী কতিপয় ব্যক্তিকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে কাঁকড়া আহরণ অব্যহত রেখেছেন। স্থাণীয় সচেতন মহল বলছে, এভাবে চলতে থাকলে আগামীতে কাঁকড়া শিল্প বিলুপ্ত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে জানান, অন্য সময়ের চেয়ে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে আমরা সুন্দরবনে ব্যাপক কাঁকড়া আহরণ করতে পারি। এসময় কাঁকড়ার পারমিট বন্ধ থাকলে আমাদের ব্যাপক ক্ষতি হয়। এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম এ হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিশাল সে অনুযায়ী আমাদের লোকবল কম। চোঁখের আড়ালে কিছু কাঁকড়া শিকারী বনে প্রবেশ করছে তার জন্য আমাদের তৎপরতা রয়েছে। এছাড়া সুন্দরবনে আমরা বার বার অভিযান দিচ্ছি, যাকে পাচ্ছি আটক করে বন মামলা প্রদান করছি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি নুতন এসেছি বিষয়টি আমার জানানেই। তবে জানার পরে কি ধরনের আইনী পদক্ষেপ নেওয়া যায় যেটা নেয়ার ব্যবস্থা গ্রহণ করব।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd