উপকূলীয় প্রতিনিধি: ভারতে বিজেপির মুখপাত্র মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০ টায় নওয়াবেঁকী বাজার মসজিদের সামনে জমায়েত হয়ে শুরু করে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে জড় হয়।।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দলীয় মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া প্রধান নাবিন কুমার জিন্দাল মহানবী (সা.) সম্পর্কে কটুক্তি করেছেন। তাদের এমন কর্মকান্ডে সমগ্র বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে ভারতের নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এসময় বক্তারা আরও উল্লেখ করেন, ধর্মীয় শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে গোটা ভারতীয় উপমহাদেশে তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাচ্ছে। এর মাধ্যমে তারা হিন্দু ও মুসলমানদের যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সেটা মুছে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। সমাবেশে সংশ্লিষ্ট বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানানো হয়।
Leave a Reply