1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিতর্কিত আইয়ুব আলী এখনো পাউবো’র কাজে - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরায় অর্ধেকে নেমেছে খেজুরের রস-গুড় উৎপাদন📰আশাশুনির প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে দস্যুবৃত্তি📰সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰দেবহাটায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান📰আজ পবিত্র শবে মেরাজ📰সাতক্ষীরা-৩ আসনে কোন প্রার্থীর সম্পদশালী📰সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির প্রতিনিধি📰সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমানত – ফয়েজ আহমদ তৈয়্যব📰লাবসায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল📰সাতক্ষীরা-২ আসনে কে কত সম্পদশালী, শিক্ষায় এগিয়ে কে?

বিতর্কিত আইয়ুব আলী এখনো পাউবো’র কাজে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: উপকূল রক্ষা বাঁধের সংস্কার ও জরুরী রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত হয়ে আইয়ুব আলী একের পর এক অনিয়ম, দুর্নীতি ও প্রতারণা করেছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। নির্দিষ্ট সংখ্যক বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং না করে ভিন্ন প্রকল্পের কাজে তা ব্যবহারের অভিযোগ এ শ্রমিক সর্দারের বিরুদ্ধে। রাতের অন্ধকারে প্রকল্পস্থল থেকে খালি জিও ব্যাগ সরিয়ে নিয়ে তিনি কয়রা উপজেলায় কর্মরত শ্রমিক সর্দারের নিকট বিক্রি করেছেন বলেও অভিযোগ। এমনকি একবার গণনার পর কৌশলে পুরানো সেসব বস্তার বালু নুতন বস্তায় ঢুকিয়ে দ্বিতীয় ‘বিল’ আদায়ের চেষ্টা করেছেন শ্রমিক সর্দার হয়েও সহঠিকাদারের দায়িত্ব পালন করা ওই ব্যক্তি। তবে একের পর এক এমন সব অপকর্ম করার পরও পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো থেকে আইয়ুব আলী ‘ভূত’ যেন সরছে না। কর্মকর্তাদের ম্যানেজ করে ও স্থানীয় শ্রমিক সর্দারদের সাথে সিন্ডিকেট গড়ে সে একের পর এক পাউবো’র কাজ করে চলেছে।
এদিকে উপকূল রক্ষা বাঁধ সংস্কার ও জরুরী রক্ষণাবেক্ষণ কাজে একজন চিহ্নিত দুর্নীতিবাজের সংশ্লিষ্টতার ঘটনায় শংকার কথা জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি সাম্প্রতিক সময়ে উপকূল রক্ষা বাঁধ গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। আইয়ুব আলীর মতো অপকর্মের হোতাকে উপকুল রক্ষা বাঁধ সংস্কার কাজ থেকে দুরে রাখা উচিত। অন্যথা তার অধিক মুনাফার লোভের শিকারে পরিনত হয়ে উপকূলবাসীকে চড়া মুল্য দিতে হতে পারে।
দাতিনাখালী গ্রামের উৎপল কুমার মন্ডল জানায় এক বছর আগে দুর্গাবাটি এলাকায় বস্তা ডাম্পিং কাজের দায়িত্ব নিয়েছিল আইয়ুব। বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ডানহাত হিসেবে পরিচিত ওই শ্রমিক সর্দার সেসময় একবার গণনা হওয়া বস্তা কৌশলে আড়াল করে। স্বল্প সংখ্যক বস্তা নির্দিষ্ট স্থানে ডাম্পিংয়ের প্রায় ছয় মাস পরে আড়ালকৃত বস্তার বালি দিয়ে নুতন বস্তা ভর্তি করার সময় হাতেনাতে ধরা পড়ে। সে সময় তদারকির দায়িত্বে থাকা একজন উপ-সহকারী প্রকৌশলী আইয়ুব আলীর চুরি বিষয়ে জানতে পেরে পুরানো সে সব বস্তার বালু আটকে দেন। আটুলিয়ার জোবায়ের হোসেনের অভিযোগ ইতোপূর্বে দুর্গবাটি এলাকার অপর একটি প্রকল্পে ১২ হাজার বস্তা ডাম্পিংয়ের দায়িত্ব পায় আইয়ুব আলী। সেসময় ১০ হাজার বস্তা কাজে লাগিয়ে বাকি দুই হাজার বস্তা সে কয়রার পরিচিত এক শ্রমিক সর্দারকে সরবরাহ করে।
স্থানীয়রা অভিয়োগ করেন আইয়ুব আলীর এতসব দুর্নীতি ও অনিয়মসহ চুরির ঘটনা তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ বেশ ভালভাবে জ্ঞাত। তবে আইয়ুব আলীর নিকট থেকে নানা সুযোগ সুবিধা পাওয়ায় গত কয়েক বছর ধরে শ্যামনগরের পাঁচ ও ১৫ নম্বর পোল্ডারের যেকোন প্রকল্পে আইয়ুব আলীকে সম্পৃক্ত করা হচ্ছে। আইয়ুব আলীর দলে কর্মরত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানায় নুতন একটি প্রকল্পের কাজ নিতে আইয়ুব সম্প্রতি দৌড়ঝাঁপ শুরু করেছে। ইতিমধ্যে কর্তৃপক্ষকে ‘ম্যানেজ’ করতে গত ১৮ আগস্ট সে তিনটি ককসিট ভরা মাছ নিয়ে উর্ধ্বতন এক কর্মকর্তার বাসায় যায়।
তবে আইয়ুব আলী যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, পুরানো বস্তার বালু নতুন বস্তার নেয়ার কাজ করছিল তার শ্রমিকরা। পরে সে কাজ বন্ধ করা হয় উল্লখ করে তিনি আরও বলেন কাজ পাওয়ার জন্য উর্ধ্বতনদের সাথে তো যোগাযোগ রাখা দোষের কিছু না।
গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদল আলম জানান উপকূল রক্ষা বাঁধ স্থানীয় জনগণের কাছে রীতিমত আতংকে পরিনত হয়েছে। এমন গুরুত্বপুর্ন কাজে পুকুর চুরির মত ঘটনা ঘটলে তা উপকূলবাসীর দুর্দশাকে বৃদ্ধি করবে। তুলনামুলক সৎ ব্যক্তিদের পাউবো’র প্রকল্প বাস্তবায়নের কাজে লাগানো উচিৎ বলে মন্তব্য করেছেন জলবায়ু আন্দোলনের কর্মী জান্নাতুল নাইম। তিনি জানান বাঁধ উপকুলবাসীর জীবন-জীবিকার সাথে মিশে গেছে। তাই কোন অসৎ ব্যক্তিকে উপকুল রক্ষা বাঁধের কাজে লাগালে বিপদ এড়ানো যাবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd