ফিংড়ী প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলায় ফিংড়ী ইউনিয়নে দক্ষিণ ফিংড়ী গ্রামে কুখ্যাত ডাকাত কবির শেখ পিতা- শেখ হবিবর রহমান, প্রতিবন্ধী মকবুল ফিংড়ী আসেন সকাল ১০ টায়, এমন সময় খোকন পোল্টির দোকানের সামনে এসো আতঙ্কিত ভাবে লোহার রড় দিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা চালায় কুখ্যাত ডাকাত পুলিশের অস্ত্র ছিনতাই মামলার অন্যতম হোতা মাদক ব্যবসায়ী হবিবর শেখের পুএ কবির শেখ, এসময় সে বলতে থাকে তুই নৌকায় ভোট দিয়েছিস তোর করবে পাঠানোর ব্যবস্থা করব তোর কে আছে আসতে বল,তোর স্হান ভারতে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে প্রতিবন্ধী মকবুল মাটিতে লুটিয়ে পড়লেও তাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা চালানো হয়,পরবর্তী তে প্রকিবন্ধী মকবুল কে স্হানীয় প্রত্যক্ষদশীরা ছুটে এসে উদ্ধার করে।
Leave a Reply