দেবহাটা প্রতিনিধি: দেবহাটা বেসরকারি সংস্থা ডিআরআরএ’র উদ্যোগে শ্রবণ-চক্ষু রুগীদের চিকিৎসা সহায়তা ও সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হাদিপুর কেন্দ্রের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। খুলনা হাই কেয়ার সেন্টার থেকে ৩জন প্রতিবন্ধীকে কানের পরীক্ষা শেষে প্রয়োজনীয় উপকরন সহায়তা প্রদান করা হয়। এছাড়া নলতা আহছানিয়া আই হাসপাতাল থেকে চক্ষু পরীক্ষা শেষে ৪জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়া ডাক্তারের পরামর্শ মোতাবেক ঔষধ প্রদান করা হয় এসব রুগিকে। ডিআরআরএ’র এপিটি প্রতার কুমার পাল এসব রুগিদের চিকিৎসা ও উপকরণ বিতরনে সাথে ছিলেন।
Leave a Reply