নিজস্ব প্রতিনিধিঃ জেলা তথ্য অফিস, সাতক্ষীরা কর্তৃক সরকারের উন্নয়ন শীর্ষক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বাড়িতে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হকের নির্দেশনায় এবং জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য প্রদান করেন সহকারি তথ্য অফিসার মোঃ রমজান আলী, পারুলিয়া ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ নার্গিস খাতুন, ব্যবসায়ী ফারুক হোসেন, মোঃ শরিফুল ইসলাম মন্টু প্রমুখ। বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্যসহ সরকারে বিভিন্ন অর্জনসমূহ এবং করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠানে অংশ নেন এলাকার শতাধিক নারী-পুরুষ।
Leave a Reply