জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ভিভিড কসমিক লিঃ, যার রেজিঃ নং সি-১৭৬৫০৬/২০২১ সাতক্ষীরা জেলার ৭৮টি/সকল ইউনিয়ন থেকে নিম্নাক্ত পদ সমূহে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ তাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ৩ কপি, ভোটার আইডি কার্ড/জন্ম সনদের কপি, চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, পূর্ণাঙ্গ সিভি/বায়োডাটা/জীবনবৃত্তান্ত এবং আবেদনপত্রসহ সাতক্ষীরা সদর, দেবহাটা ও কালিগঞ্জ উপজেলা আগামী ইং ২৫/১১/২০২২ তারিখের মধ্যে এবং আশাশুনি, কলারোয়া, শ্যামনগর ও তালা উপজেলা আগামী ইং ১০/১২/২০২২ তারিখের মধ্যে বরাবর, ব্যবস্থাপনা পরিচালক, ভিভিড কসমিক লিঃ, সাতক্ষীরা আবেদনপত্র জমা দিতে হবে।
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | পদ সংখ্যা | বেতনসহ অন্যান্য |
সহ-সাধারণ ম্যানেজার (এ,জি,এম) | স্লাতক/সমমান | ০১ | ৩৫,০০০/- |
সিনিয়র ম্যানেজার(মহিলাদের জন্য) | এইচ,এস,সি/সমমান | ৩৯ | ১৮,০০০/- |
মার্কেটিং অফিসার (মহিলাদের জন্য) | এস,এস,সি/সমমান | ২৩৪ | ১২,০০০/- |
হিসাব রক্ষক কাম-রিসিপশন (মহিলা) | এস,এস,সি/সমমান | ০৬ | ৭০০০/- |
পিয়ন/অফিস সহায়ক | অষ্টম শ্রেণি/সমমান | ০৫ | ৫,০০০ |
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
সাতক্ষীরা অফিস : নূরুল হুদা ভিলা, দক্ষিণ কামাল নগর (মাওয়া চাইনিজের পশ্চিমে), সাতক্ষীরা সদর, সাতক্ষীরা, মোবা: ০১৭৭৬-৩১৯৪৯১।
নলতা অফিস : গফ্ফার ডাক্তারের বিল্ডিং, চৌমুহনী কদমতলা মোড়, বাগনলতা রোড, নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা, মোবা: ০১৮৪১-৫২৫২৬৫।
ই-মেইল :younusali301@gmail.com
Leave a Reply