উপকূল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছফিরুনেচ্ছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮) ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে শুরু করে সন্ধা ৬ টা পর্যন্ত ছফিরুনেচ্ছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে চলে এ ক্রিড়া প্রতিযোগিতা ।
ছফিরুনেচ্ছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্যামনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক এস এম জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সকরারী মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আব্দুর রহমান (টিপু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোমতাজ উদ্দিন,আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র নাথ মন্ডল প্রমূখ। সকাল নয়টা হতে সন্ধা সাড়ে ছয়টা পর্যন্ত বিরতিহীন ভাবে ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দৌড় , দীর্ঘলাপ ,মরগ লাড়াই , মুখদিয়ে টমেটাকুড়ানো সহ অনেক ক্রিড়া । পরবর্তীতে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন।
Leave a Reply