নিজস্ব প্রতিনিধি: তিন পার্বত্য জেলার পর্যটন শিল্প বিকাশে সুপারিশ প্রনয়নের লক্ষ্যে একাদশ জাতীয় সংদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় সাব কমিটির আহবায়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে তিন পার্বত্য জেলার পর্যটন শিল্প বিকাশে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় ১নং সাব কমিটির ৬ষ্ঠ বৈঠকে বক্তব্য রাখেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রমুখ।
তিন পার্বত্য জেলার পর্যটন শিল্প বিকাশে সুপারিশ প্রনয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় সাব কমিটির সভায় পর্যটকদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়টি গুরুত¦ দিয়ে পরিকল্পিতভাবে পর্যটন কেন্দ্র গুলো গড়ে তোলার উপর জোর দেয়া হয় এবং পর্যটন কেন্দ্র বিকাশে সংশ্লিষ্ট সকল পক্ষকে সম্পৃক্ত ও সমন্বিত ব্যবস্থাপনার উপর গুরুত্ব দেয়া হয়। সভায় পর্যটন শিল্প বিকাশে প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে পার্বত্য এলাকার নৃগোষ্ঠী গুলোর ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভায়া ও কৃষ্টি যেন ক্ষতিগ্রস্ত না হয় সে দিকে মনোযোগি ও সতর্ক হওয়ার অনুরোধ জানানো হয়। সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপরও অনুরোধ জানানো হয়।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, হোটেল মোটেল সমিতি, চেম্বার অব কমার্স প্রতিনিধি, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Leave a Reply