কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজর আয়োজনে,২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭ শে মার্চ) সকাল ১০টায় দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু রায়হান সিদ্দিকী সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল এন্ড কলেজ এর বারবার ম্যানেজিং কমিটির সভাপতি কাজী কাহফিল অরা সজল।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান। স্কুলের সহকারি প্রধান শিক্ষক বাবু রমেশ চন্দ্র বিশ্বাস, সহকারি শিক্ষক কাজী সাইফুল্লাহ, আব্দুল কাদের ,প্রদীপ কুমার, দীপঙ্কর সরদার,সুশংকর মন্ডল, চন্ডীদাস, শহিদুল ইসলাম প্রমুখ। স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও সহকারি শিক্ষক সহ সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Leave a Reply