বিশেষ প্রতিনিধি : দেবহাটা উপজেলার কুলিয়ায় ওয়ার্ল্ড ভিশন রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্যানেল-২ ইউপি সদস্যা ফতেমা খাতুন এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সিএসও মোহন লাল মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের রাইট টু গ্রো প্রজেক্টের ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সুশান্ত কুমার রায়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, কুলিয়া ইউপি সচীব ফারুক হোসেন, রাইট টু গ্রো প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা ও সমাজবেক মাসুম খান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সি. এস. ও হিরন কুমার মন্ডল, সি. এস. ও শহিদুল ইসলাম, সি,এস,ও দিলীপ কুমার মন্ডল, সিএস,ও মিলন হোসেন , ইউপি সদস্যরা যথাক্রমে প্রেম কুমার, রওনাকুল ইসলাম রিপন, জাহিদুর রহমান জুয়েল, শিরিনা রসুল, শ্যামলী রানী, অ্যাডভো: অফিসার উজ্জল কুমার পাল প্রমুখ। এসময় রাইট টু গ্রো প্রজেক্ট সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) সদস্য এবং সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন (সিভিএ) ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ে কুলিয়া ইউনিয়ন পরিষদের উল্লেখযোগ্য অর্জনগুলো তুলে ধরেন এবং রাইট টু গ্রো প্রজেক্ট ও কুলিয়া ইউনিয়ন পরিষদের মধ্যে টেকসই উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন।
Leave a Reply