শিমুল হোসেন: কালিগঞ্জ উপজেলার ১২ নং মৌতলা ইউনিয়ন এর মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২৬ শে মার্চ উপলক্ষে ক্রীড়া ও সংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ শে মার্চ সন্ধ্যা ৭টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত হয়। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার উপজেলা ব্যুরো চীফ,আশেক মেহেদী’র সভাপতিত্বে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং মৌতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তাহমিনা পারভীন। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), সাংগঠনিক সম্পাদক এম.হাফিজুর রহমান শিমুল,তথ্য-প্রযুক্তি সম্পাদক এস,এম আহমদ উল্লাহ বাচ্চু।
বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন। বাচ্চু,উপজেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। মাসুদ পারভেজ ক্যাপ্টেন, হাবিবুল্লাহ বাহার হাবিব, শিমুল হোসেন,মারুফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শেখ মশিউর রহমান, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালিগঞ্জ।
মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ সহকারি শিক্ষক, শিক্ষিকা বৃন্দ, ছাত্র-ছাত্রী ও স্কুল কমিটি সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply