শিমুল হোসেন,কালিগঞ্জ ব্যুরো চীফ: কালিগঞ্জ উপজেলায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আওয়ামী তরুণ লীগে উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্বর্ধনা ও আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ শে মার্চ) সন্ধ্যার পর আলোচনা সভা শেষে রাতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের সভাপতি শাহীন রেজা সভাপতিত্বে ও গৌতম মন্ডল এর সঞ্চালনায়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবু গোবিন্দ চন্দ্র মন্ডল তিনি বক্তব্যই বলেন” ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতে অর্থাৎ ২৬ শে মার্চের প্রথম প্রহরে যখন নিরীহ বাঙালি রা গভীর ঘুমে ছিলেন তখন পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরস্ত্র বাঙ্গালীদের নির্মম হত্যাযজ্ঞ শুরু করে।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট অনেক দীর্ঘ। ১৯৭১ সালে দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়। পশ্চিম পাকিস্তান নির্মম নিপিরণ এবং শোষণ শুরু করে পূর্ব পাকিস্তানের উপর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল গাজী, আব্দুল্লাহ আল মামুন, পরাজিত সরকার,হাবিবুল্লাহ গাজী পুটু, রেজাউল ইসলাম রেজা। মনিরুল ইসলাম মন্টু, আনিসুর রহমান, সাইজুল ইসলাম ও ইউপি সদস্যা রোজিনা আক্তার, সেলিনা পারভিন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অর্পণ বিশ্বাস প্রমুখ। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ,তরুণ লীগ, ছাত্রলীগ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply