নিজস্ব প্রতিনিধি : অবশেষে কালিগঞ্জের রতনপুর ইউপি’র বাইনতলা, লাওতলী এক ও দুই নম্বর খাল অবমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। সোমবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল তিনটি পরিদর্শন করেন।
এরপর জনগণের দাবির প্রেক্ষিতে খাল তিনটি আগামি ২৫ চৈত্র এর মধ্যে অবমুক্ত করার জন্য খালের ইজারা দারদের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন সহ হাজারো মানুষ।
প্রসঙ্গত: রতনপুর ইউপির বাইনতলা এক ও দুই নম্বর, লাওতলী খালটি ইজারা দেওয়া হয়। এরপর স্থানীয় জনগণ আন্দোলন শুরু করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল পরিদর্শন করে খাল তিনটি অবমুক্ত করার ঘোষণা দেন।
Leave a Reply