আবু সাঈদ সাতক্ষীরা : অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিচমত ইলিশপুরের মিস্ত্রি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ির নাম কামাল হোসেন। সে যশোর জেলার শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের আবু বক্কর এর ছেলে ।
কলারোয়া থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশ গোপনে জানতে পারে একজন মাদক ব্যাবসায়ি অস্ত্র নিয়ে ইলিশপুর এলাকায় অবস্থান করছে। ওই সংবাদ নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযানে নামে। এ সময় গ্রেপ্তার করা হয় কামাল কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি। এ ঘটনায় মামলা হয়েছে কলারোয়া থানায়।
Leave a Reply