আব্দুল আহাদ, কলারোয়া: কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী খোরদো হাইস্কুল মাঠে ১৬দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। জঙ্গীবাদ ও বাল্যবিবাহ কে না বলি, মাদককে পরিহার করি, খেলাকে হা বলি, এসো দুর্নীতি মুক্ত এবং মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সমাজ গড়ি।
এই অঙ্গীকার সমূহ বাস্তবায়নের লক্ষ্যে খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমি, কলারোয়া, সাতক্ষীরা ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে। তারই ধারাবহিকতায় ১৪/১১/২০২৩ইং তারিখ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ঘোর প্রতিদ্ব›দ্বীতা করে নোয়ালী টাইটানস ফুটবল একাদশ (মনিরামপুর), আঁটুলিয়া ফুটবল একাদশ (কলারোয়া) কে টাই ব্রেকারে ৫/৪ গোলে পরাজিত করে।
টুর্ণামেন্টের আনন্দঘন এই পরিবেশে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন জনাব ফিরোজ আহমেদ স্বপন, সভাপতি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি জনাব, আফজাল হোসেন হাবিল, চেয়ারম্যান ৫নং কেড়াগাছি ইউ পি, জনাব শেখ সোহেল রানা, চেয়ারম্যান ৩নং কয়লা ইউ পি, জনাব মাহফুজুর রহমান নিশান, চেয়ারম্যান ২নং জালালাবাদ ইউ পি, জনাব আসলামুল আলম আসলাম, সাবেক চেয়ারম্যান ১০নং কুশোডাঙ্গা ইউ পি, জনাব মোঃ আবু বক্কর শেখ, ক্যাম্প ইনচার্জ খোরদো পুলিশ ফাড়ি। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার অনেক গন্যমান্য অতিথিবৃন্দ। পৃষ্ঠপোষকতায়, জনাব ইমাম হাসান সুমন (ম্যানেজিং ডিরেক্টর) আইভি মেশিনারি লিমিটেড, জনাব গাজী সেলিম (সি ই ও) টেক্স উইজার্ড গার্মেন্টস, জনাব শহীদ হোসেন (সি ই ও) টেক্সড্রেস গার্মেন্টস।
সভাপতিত্ব করেন- জনাব গাজী মাহবুবুর রহমান মফে, চেয়ারম্যান ১১নং দেয়াড়া ইউ পি ও সভাপতি কপোতাক্ষ ফুটবল একাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি বিতরণ করেন জনাব জনাব ফিরোজ আহমেদ স্বপন, সভাপতি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। রানার্স আপ ট্রফি ও প্রাইজ মানি বিতরণ করেন অফিসার কলরোয়া থানাইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমানের পক্ষে জনাব মোঃ আবু বক্কর শেখ, ক্যাম্প ইনচার্জ খোরদো পুলিশ ফাড়ি।
সার্বিক তত্বাবধায়নে- জনাব আব্দুল আহাদ (ইং শিক্ষক), খাজুরা কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় ও সাধারণ সম্পাদক, খোরদো কপোতাক্ষ ফুটবল একাডেমি।
Leave a Reply