নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস প্রমুখ।
সভায় যে, সিদ্ধান্ত হয় কলারোয়া উপজেলাকে চারটি জোনে ভাগ করে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। আগামি ৫ সেপ্টেম্বর থেকে জোন পর্যায়ের এবং ১১ ও ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের খেলা শুরু হবে। এছাড়া সভায় খেলাগুলো পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। কলারোয়ার সকল স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply