আলম হোসেন কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ায় উপজেলা ভূমি অফিসে এক চুরির ঘটনা ঘটছে।বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অফিসের কার্যালয়ে এই চুরির ঘটনা ঘটে।অফিসের বড়বাবু সাথে কথা বললে জানান,অফিসের প্রতিটি আলমারি খুলেছে ,কিন্তু দেখছি কিছুই নিয়ে যাই নাই।অফিস সূত্রে জানা যায় ওই দিন উপজেলা ১২টি ইউনিয়নের ভূমি অফিস গুলোর রাজস্ব অর্থ সংগ্রহ করেছিলেন, সেই অর্থের লোভে মনে হয়, এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় আমরা একটি জিডি করছি।বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে,চোরের দল ওই কার্যালয়ের নতুন ভবনের পিছন দিক থেকে ঢুকে জানালার দুইটি রড কেটে ভিতরে প্রবেশ করে। কার্যালয়ের ফাইল কেবিনেট সংরক্ষিত কাগজপত্র সব ঠিক আছে।কেটে ফেলেছে জানালা রডের দরজা। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাতুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মত সকালে কার্যালয়ে এসে জানতে পারি,চোর জানালার রড কেটে ভিতরে ঢুকেছে।সাথে সাথে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়।এরপর অভিযোগ দিতে সবাই থানায় যাই।পুলিশ এসে তদন্ত করে চুরি যাওয়া সামগ্রীর ঘটনায়।জানা গেছে অফিসে মহাসিন নামে এক ব্যক্তিকে রাতে নাইট গার্ডের জন্য রাখা রয়েছে। কিন্তু এ বিষয়ে সে কিছুই বলতে পারেন না।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান বলেন, ‘উপজেলা ভূমি কার্যালয়ে চুরির ঘটনায় জিডি পেয়েছি। বিষয়টির তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কার্যালয়ে চুরির এসব ঘটনায় খুবই দুঃখজনক।চোরচক্রদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’উল্লেখ্য, সম্প্রতি রহস্যজনকভাবে জানালার রড কেটে সরকারি অফিসে চুরির ঘটনা বিষয়টি খুব দৃষ্টিকটু। গত কয়েক মাসের উপজেলায় বিভিন্ন জায়গায় চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে এই দুষ্কৃত চক্র।
Leave a Reply