ন্যাশনাল ডেস্ক: আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে একই সংরক্ষিত সদস্য পদে প্রার্থী হয়েছেন বউ-শাশুড়ি। ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী তারা। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন- ভাতিজা বউ শামীমা খাতুন টিনা এবং তার চাচি শাশুড়ি সাজেদা খাতুন।
শাশুড়ি সাজেদা খাতুন গত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। অপরদিকে, টিনা এবারই নতুন প্রার্থী। সংশ্লিষ্ট ওয়ার্ডজুড়ে তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে তা ভোটের আলোচনায় বাড়তি রসদ যোগ করেছে।
জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লোকমান হাকিম বলেন, ‘জলিল, শাহজাহান, তছির উদ্দিন ও সোলায়মান চার ভাই। এর মধ্যে বড় ভাই তছিরের ছেলে সাইফুল। ওই সাইফুলের স্ত্রী টিনা। অপরদিকে জলিল হল সাইফুলের ছোট চাচা। জলিল রাজশাহী চারঘাটের নন্দনগাছি এলাকার কলেজ শিক্ষক। আর সাইফুল গরু ব্যাবসায়ী। দুজনের বউ নির্বাচন করছে। এলাকায় উভয়েরই পরিচিতি ও ভোট রয়েছে। তারা দুজনই ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একই ভিটায় বাস করেন।’
স্থানীয় মজিদ জানান, জলিল আওয়ামী লীগ করায় সাজেদাকে সমর্থন করছেন আওয়ামী লীগের ভোটাররা। অপরদিকে সাইফুল বিএনপি সমর্থক হওয়ায় টিনাকে সমর্থন করছেন বিএনপি ভোটাররা। অপু নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওই ওয়ার্ডে মোট তিন প্রার্থীর অপরজন দুবারের নির্বাচিত সদস্য মারিয়া। তবে এবারে ওই তিনজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এ ইউনিয়নে ভোট হবে। শাশুড়ি সাজেদা খাতুন তালগাছ এবং শামীমা খাতুন টিনা সূর্যমুখী ফুল প্রতীকে নির্বাচন করছেন। জয়ী হতে মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই। কেউ কাউকেই ছাড় দিতে রাজি নন।
সাজেদা খাতুন জানান, গত বছর সামান্য কিছু ভোটে হার হলেও এবার জয়ের বিষয়ে তিনি আশাবাদী।
অন্যদিকে শাশুড়িসহ বর্তমান সদস্য মারিয়াকে পরাজিত করে বিজয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন শামীমা খাতুন টিনা। নির্বাচনে ভোটাররা তাকেই বিজয়ী করবেন এমন আশা প্রকাশ করেন তিনি।
তবে কলম প্রতীকের অপর প্রার্থী মারিয়া খাতুন প্রতিদ্বন্দ্বিতায় জোরেশোরেই মাঠে রয়েছেন। তার আশা, এবারও বিপুল ভোটে নির্বাচিত হবেন তিনি।
Leave a Reply