আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আনুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বিগত ৩১/৩/২১ তারিখে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর তাদের প্রত্যক্ষ সমর্থনে ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনকে সভাপতি ও অরুণ কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৬৯ সদস্য বিশিষ্ট আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেন। এই উপলক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্য বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরিচিতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আব্দুস সামাদ বাচ্চুুুু, দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা। এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে ও উপজেলা বিএনপি নেতা রুহুল কুদ্দুসের দিকনির্দেশনায় ইউপি সদস্য শাহাবুদ্দিনের নেতৃত্বে সরকার বিরোধী নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ষড়যন্ত্রকারীদের এই ষড়যন্ত্র প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ কুমার বিশ্বাস-এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমত তোহা লিংকন, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply