যশোর প্রতিনিধি: আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে থাকা বৈধ-অবৈধ সব আগ্নেয়াস্ত্র উদ্ধারে দ্রুত অভিযান চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে সারাদেশে দলীয় নেতা-কর্মীরা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কিন্তু গত ১৬ বছরে আওয়ামী লীগের ক্যাডার-সন্ত্রাসীদের হাতে বৈধ ও অবৈধ অস্ত্রের যে ভান্ডার গড়ে উঠেছে সেগুলো দিয়ে তারা এখন অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
অমিত বলেন, ১৬ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরা বিএনপির যশোরের এক কর্মী মেহের আলীকে শুক্রবার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গ্রামে গঞ্জে এখনও আওয়ামী দুর্বৃত্তরা তাদের অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে। বিশেষ করে এসব দুর্বৃত্ত সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করে তার দায় অন্যদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে।
রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অমিত। জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও দলে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অমিত আরও বলেন, দল, মত, ধর্ম, বর্ণের ভিত্তিতে কারও ওপর কোনো ধরণের অত্যাচার, নির্যাতন করা যাবে না। বিএনপির পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে দেখভালের জন্য যশোরের প্রতিটি উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করে দেওয়া হয়েছে। এ কাজে ব্যর্থ হলে বিএনপির নেতাকর্মীদের দল থেকে বহিষ্কারও করা হচ্ছে বলে অমিত জানান।
Leave a Reply