1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আওয়ামীলীগ ৫, বিদ্রোহী ২, বিএনপি ২, জামায়াত ১, ওয়ার্কার্স পার্টির ১জন চেয়ারম্যান নির্বাচিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰মহানবীর (সা.) পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ: ধর্ম উপদেষ্টা📰কেন্দ্রিয় সমম্বয়কদের সাথে জেলা প্রশাসন সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়📰তালায় জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকাবাসির মানববন্ধন📰দেবহাটায় বজ্রপাতে মৎস্যঘের মালিক নিহত📰সাতক্ষীরার বেতনা নদীর বেঁড়িবাধ ভেঙে ৪০ গ্রাম প্লাবিত📰পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৬ সেপ্টেম্বর📰রোগীদের খাদ্য সরবরাহের বৈষম্য দুর করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের জরুরী পত্র জারির দাবি📰কালিগঞ্জে বর্তমান চেয়াম্যানের বাড়ি জ্বালানোয় মামলা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান📰চুরি করা সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সমর্থন চান ড. ইউনূস📰অন্তর্র্বতী সরকারকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আওয়ামীলীগ ৫, বিদ্রোহী ২, বিএনপি ২, জামায়াত ১, ওয়ার্কার্স পার্টির ১জন চেয়ারম্যান নির্বাচিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

মো. মিজানুর রহমান, তালা: বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া স্বচ্ছ ও উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রবল বৃষ্টি আর হাটু সমান কাঁদা-পানি উপেক্ষা করে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রশাসনের কড়া নজরদারীর মধ্যে উপজেলার ১১ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি এবার স্থানীয় সরকারের নির্বাচন বয়কট করায় উপজেলার একাধিক ইউনিয়নে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন। এছাড়া জামায়াত এবং আ.লীগের মনোনয়ন বঞ্চিতরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দি¦তা করেন।
নির্বাচনে আওয়ামীলীগ’র ৫জন, বিএনপি (স্বতন্ত্র) ২জন, ওয়ার্কার্স পার্টির ১জন, জামায়াতের (স্বতন্ত্র) ১জন এবং আওয়ামীলীগের ২জন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে সব চে’ প্রতিদ্বন্দিতা পূর্ন নির্বাচন হয়েছে উপজেলার ৯নং খলিশখালী ইউনিয়নে। এই ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান মাত্র ১০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তালা উপজেলায় নির্বাচন কমিশন এই প্রথম ০৫নং তেঁতুলিয়া, ০৬নং তালা সদর এবং ১২নং খলিলনগর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করেন। নির্বাচন শেষ ১১টি ইউনিয়নের জন্য নিযুক্ত ৫জন রিটার্নিং অফিসার সোমবার গভীর রাত অবদি স্ব স্ব ইউনিয়নের ফলাফল ঘোষনা করেন।
উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, উপজেলার ১১টি ইউনিয়নে এবার চেয়ারম্যান পদে ৪৯জন, সাধারণ সদস্য পদে ৪শ ৪৫ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন।
নির্বাচনের চেয়ারম্যান পদে ধানদিয়া ইউনিয়নে বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম আনারস প্রতিক নিয়ে ৫ হাজার ৩৫৬ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বনি›দ্ব (স্বতন্ত্র) মটরসাইকেল প্রতিক নিয়ে আওয়ামীলীগ’র বিদ্রোহী প্রার্থী দিদারুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৭৭২ ভোট। আর নৌকা প্রতিক নিয়ে মাস্টার শহিদুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। নগরঘাটা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মো. কামরুজ্জামান লিপু ৭ হাজার ৯০৬ ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ›িদ্ব মো. জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র) আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৭১ ভোট। সরুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দৈনিক সংবাদ’র সাংবাদিক মাষ্টার আব্দুল হাই (স্বতন্ত্র) মটরসাইকেল প্রতিক নিয়ে ৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব একই দলের অপর বিদ্রোহী প্রার্থী আব্দুর রব পলাশ (স্বতন্ত্র) আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২৯৫ ভোট। এছাড়া এখানে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মতিয়ার রহমান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৫১ ভোট। তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের এম.এম আবুল কালাম আজাদ নৌকা প্রতিক নিয়ে ১১ হাজার ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব জামায়াত নেতা ডা. শেখ আফতাব উদ্দিন (স্বতন্ত্র) চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩০৬ ভোট। তালা সদর ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন ৭ হাজার ৮৮১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ›িদ্ব জাতীয় পার্টির প্রার্থী এস.এম নজরুল ইসলাম লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১১৯ ভোট। ইসলামকাটি ইউনিয়নে জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম ফারুক (স্বতন্ত্র) চশমা প্রতিক নিয়ে ৪ হাজার ৫৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ›িদ্ব বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুভাষ সেন নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৬৫ ভোট। মাগুরা ইউনিয়নে আওয়ামীলীগের গনেশ দেবনাথ নৌকা প্রতিক নিয়ে ৪ হাজার ২৯১ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ›িদ্ব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হিরন্ময় মন্ডল হাতুড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৪৯ভোট। খলিশখালী ইউনিয়নে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক সাব্বির হোসেন হাতুড়ি প্রতিক নিয়ে ৬ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান সাংবাদিক মো. মোজাফফর রহমান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৭৫ ভোট।
খেশরা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র) আনারস প্রতিক নিয়ে ৯ হাজার ১৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ›িদ্ব আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৮৮৬ ভোট।
জালালপুর ইউনিয়নে বিএনপি নেতা এম. মফিদুল হক লিটু (স্বতন্ত্র) আনারস প্রতিক নিয়ে ৭ হাজার ৪৮৫ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের মো. রবিউল ইসলাম মুক্তি নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২৫৬ ভোট। এছাড়া খলিলনগর ইউনিয়নে আওয়ামীলীগের প্রভাষক প্রণব ঘোষ বাবলু নৌকা প্রতিক নিয়ে ১০ হাজার ৩১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ›িদ্ব বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এস.এম. আজিজুর রহমান রাজু (স্বতন্ত্র) আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৩৬৬ ভোট।
এবারের ভোট গ্রহন অবাদ ও নিরপেক্ষ রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে ১১টি ইউনিয়নে ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স, ৪ প্লাটুন বিজিবি ছাড়াও র‌্যাব ও পুলিশের একাধিক টিম কেন্দ্রে কেন্দ্রে টহল দিয়ে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখেন।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, বৈরী আবহাওয়া থাকা সর্তেও উৎসব মুখর পরিবেশে তালা উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৭৫% ভোটার ভোট দিয়েছেন৷ ভোট সুষ্ট ও সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে৷
নির্বাচন সম্পর্কে জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবির জানান, নির্বাচন সুষ্ট ও সঠিকভাবে সম্পূর্ন হয়েছে ৷

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম ( এম এ- ক্রিমিনোলজি).....01748159372

alternatetext

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

alternatetext

বার্তা সম্পাদক: দৈনিক আজকের সাতক্ষীরা

সিনিয়র নির্বাহী সম্পাদক :

মো: মিজানুর রহমান ... 01714904807

© All rights reserved © 2020-2023
প্রযুক্তি সহায়তায়: csoftbd