শ্যামনগর ব্যুরো চীফ: দুই মন চিংড়ি মাছসহ একটি ট্রলার আটক করেছে বনবিভাগের সদস্যরা। এ সময় আটক করা হয় ট্রলার মালিক শহিদুল ইসলাম গাজীকে। বুধবার ভোর ৬টার দিকে সুন্দরবনের হরিসখালী খাল থেকে উক্ত চিংড়ি মাছ ও ট্রলার আটক করা হয়। আটক ট্রলার মালিক শহিদুল ইসলাম চাঁদনীমুখা গ্রামের জব্বার গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনির সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলম জানান, বুধবার ভোর ৬টার দিকে তারই নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের হরিসখালী খালে অভিযান চালায়। এ সময় বিষ দিয়ে ধরা মাছসহ শহিদুল ইসলাম গাজীকে হাতে নাতে আটক করতে সক্ষম হন। তবে, অভিযানের সময় একজন নদীতে ঝাপ দিয়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। আটক ট্রলারের মূল্য এক লাখ টাকা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ট্রলার মালিককে বন আইনে (সিওআর) ২০ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বিভিন্ন অভিযানে ব্যাপকহারে জেলেরা আটক হলেও চোরা শিকারী, ট্রলার মালিকসহ প্রভাবশালীরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। এনিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির পর একজন ট্রলার মালিক আটক হলো।
Leave a Reply