শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরার রেঞ্জের সাপখালী খাল থেকে হরিনের মাথা, পা ও রান্না করা মাংস সহ দুই চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর ৬টায় কোবাদক ফরেস্ট স্টেশনের সদস্যরা এই অভিযান চালান। এসময় তাদের কাছ থেকে হরিন ধরার ফাঁদও জব্দ করা হয়েছে।
আটক দুই চোরাশিকারী হলো গাবুরা ইউনিয়নের পার্শেমারী এলাকার বেলায়েত গাজীর ছেলে মুজিবর(৫২) ও একই এলাকার কুদ্দুস শেখের ছেলে ময়নুদ্দিন(৪০)।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার ফারুকুল ইসলাম জানান, সুন্দরবনে চোরাশিকারীদের একটি চক্র পাশ পারমিট ছাড়া চুরি করে বনে ঢুকে হরিন শিকার করে আসছে দীর্ঘদিন। এছাড়া শিকার করা হরিনের মাংস বিভিন্ন জায়গায় বিক্রয় করে তারা। আজ গোপন সংবাদের ভিত্তিতে হরিন ধরার ফাঁদ ও সদ্য জবাইকৃত হরিনের মাথা, পা ও মাংস সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) ইকবাল হোসাইন চৌধুরী জানান, আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তরের পর গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply