মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর প্রতিনিধি: বিশ্ব বিখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন রক্ষায় করণীয় কি গবেষণামূলক তথ্য উপাত্ত সংগ্রহ করতে সুন্দরবনের গভীর অরণ্যে অবস্থানরত জেলে বাওয়ালি বনজীবী বন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার জন্য ৮/ ৯ /১০ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতি শুক্র ও শনি বার তিন দিনের জন্য সুন্দর বনে গভীর অরণ্যে অবস্থানরত জেলে বাওয়ালি বনজীবী বন বিভাগের কর্মকর্তাদের সাথে সুন্দরবন সম্পাদ রক্ষা, বিষ দিয়ে সুন্দর বনের মাছ নিধন বন্ধ, সুন্দরবনের হরিণ, বিশ্বের সবচাইতে হিংস্র রয়েল বেঙ্গল টাইগার ( বাঘ) শিকার বন্ধ বিভিন্ন প্রজাতির গাছ রক্ষায় এবং বনজীবী দের জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে করা যায় সে বিষয়ে কথা বলেন শ্যামনগর উপজেলার বিশিষ্ট লেখক গবেষক শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জনাব আকবর কবির।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজ্ঞ গরিবের আইনজীবী হিসেবে পরিচিত ঢাকা হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমরুল হায়দার । আলহাজ আফজালুর রহমান।শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জনাব সিদ্দিক সরদার শ্যামনগর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান বাবু, শ্যামনগর মডার্ন ক্লিনিকের স্বত্বাধিকারী সাংবাদিক তপন কুমার, সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর নিউজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মারুফ হোসেন মিলন জনাব হুমায়ুন কবির সাকি, মান্দার বাড়িয়া অভয় অরণ্যকেন্দ্রের স্টেশন কর্মকর্তা জনাব তুহিন জনাব মোঃ ইমরান হোসেন সাথে ছিলেন।
গবেষণা টিম মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন, কদমতলা ফরেস্ট স্টেশন , দৌবেকি, দুবলার চর হিরণ পয়েন্ট , পুটনি দ্বীপ, মান্দারবাড়ীয়া জেলে বাওয়ালি বনজীবী ফরেস্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
Leave a Reply