মোমিন সাতক্ষীরা : সারাদেশের বিভিন্ন উপজেলার ন্যায় সাতক্ষীরার দেবহাটা ও কালিগঞ্জের ১৭ কি ইউনিয়নে শান্তি পূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ২৮ নভেম্বর কোন বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮ ঘটিকা থেকে শুরু করে বিরতিহীন ভাবে বিকাল ৪ঘটিকা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ১৭ টি ইউনিয়ন এর মধ্যে ১১ টি ইউনিয়নে নৌকা পরাজিত হয়। এর মধ্যে
কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাফিয়া পারভীন-লাঙ্গল,
জাহাঙ্গীর আলম -আনারস,
মোজাম্মেল হক (নৌকা),
গোবিন্দ মন্ডল-নৌকা,
শেখ আবুল কাশেম -নৌকা,
আজিজুর রহমান-চশমা(স্বতন্র),
এনামুল হোসেন ছোট -নৌকা
নাজমুল হাসান নাঈম -আনারশ(বিদ্রহী),
আব্দুল হাকিম রজনীগন্ধা(বিদ্রহী),
গাজী শওকাত হোসেন -ঘোড়া (বিদ্রহী), এম আলীম আল রাজী টোকন-নৌকা,
ফেরদাউস মোড়ল ঘোড়া(স্বতন্র)। এবং
দেবহাটা উপজেলার ৫ টি ইউনিয়ন নওয়াপাড়া সাহেব আলী (নৌকা), কুলিয়া ইউনিয়নে আসাদুল হক (বিদ্রোহী) , পারুলিয়া ইউনিয়নে গোলাম ফারুক বাবু (বিএনপি),
সখীপুর ইউনিয়নে সাইফুল (স্বতন্ত্র), দেবহাটা (সদর) ইউনিয়নে বকুল হোসেন (বিএনপি)।
Leave a Reply