শেখ আব্দুস সালাম শ্যামনগর থেকে: শনিবার (১৫ ই জুলাই) সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালি বাজারে সীমান্ত প্রেস ক্লাবের আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব , অনলাইন প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব ও উপকূলীয় প্রেসক্লাবসহ সাধারণ মানুষের অংশ গ্রহনে সীমান্ত প্রেসক্লাবের উপদেষ্টা, অনলাইন নয়াডাক পত্রিকার সম্পাদক সাংবাদিক মোঃ হুমায়ুন কবির ও সীমান্ত প্রেসক্লাবের সদস্য শেখ আলী মোর্তজার নামে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম, আকবার কবির । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব শেখ আফজালুর রহমান।
সীমান্ত প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মোঃ মারুফ হোসেন মিলন, সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ বিল্লাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হালিম প্রমুখ।
শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মৃত আহম্মদ আলী গাজীর কন্যা সালমা বেগম বিগত ২৬ শে জুন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে খুলনার ফুলতলা এলাকার মিজানুর রহমান (৪০) , শ্যামনগর উপজেলার সাহেব খালী গ্রামের মৃত বাহার আলী গাজীর পুত্র স্কুল শিক্ষক মোঃ আব্দুল মান্নান (৪০), মানিক খালী গ্রামের আলহাজ্ব আবুল হোসেন গাজীর পুত্র সাংবদিক মোঃ হুমায়ুন কবির (৪২), যাদবপুর গ্রামের শেখ মোমিন আলী গাজীর পুত্র শেখ আলী মোর্তজা (৪০) , মাঠ কর্মি , ব্যুরো বাংলাদেশ শ্যামনগর উপজেলার ডাবলু (৩৮), সোরা গ্রামের মৃত নওশের মোল্লার পুত্র ফেরদাউস হোসন খোকন (৪৫) কে আসামি করে ৩৫১/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের ৯৭৩ স্মারক মূলে ০৯ ই জুলাই শ্যামনগর থানায় ১৩ নং মামলা দায়ের করা হয়েছে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন , সাংবাদিক হুমায়ুন কবির ও শেখ আলী মোর্তজা নামে যে মামলাটি হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এলাকাবাসী এবং ভুক্তভোগী সূত্রে জানা যায় কৈখালী ইউনিয়নের সাবেক একজন চেয়ারম্যান এর সার্বিক সহযোগিতায় মামলাটি হয়েছে। তিনি কৈখালী ইউনিয়নের মামলা গড়ার কারিগর হিসেবে পরিচিত। শ্যামনগর থানায় তার সহযোগিতায় কৈখালী ইউনিয়নের সাধারণ মানুষের নামে বহু মিথ্যা মামলা দায়ের হয়েছে বিভিন্ন সময়ে তিনি মামলা গড়ার কারিগর হিসাবে বেশ পরিচিত।
এলাকাবাসী এবং সাংবাদিক সমাজের দাবি। সাংবাদিক হুমায়ুন কবির ও শেখ আলী মোর্তজা কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে। মামলার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপার , শ্যামনগর অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। আজকের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন শেখ আব্দুস সালাম।
Leave a Reply