নিজস্ব প্রতিনিধি : সাংবাদিক আবু সাঈদকে জীবন নাশের হুমকি দিলেন আওয়ামীলীগ এর দোসর আক্তারুজ্জামান বেলাল। শুধু তাই নয় তাকে দেখে নেওয়া সহ বড় ধরনের ক্ষতি করবে বলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যহত রেখেছেন সন্ত্রাসী আক্তারুজ্জান বেলাল। সুত্রে প্রকাশ সাংবাদিক আবু সাঈদ আক্তারুজ্জামান বেলাল এর অপকর্মের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য সংগ্র করার চেষ্টা করে এতে ক্ষেপ্ত হয়ে সন্ত্রাসী ও নারী লোভী বেলাল বিভিন্ন ভাবে কৌশল অবলম্বনে সাংবাদিক সাঈদকে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন ধরনের অপকৌলসহ মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছে। বিভিন্ন সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের আরশাদ লম্পট পুত্র আক্তারুজ্জামান বেলাল একজন এর নারী লোভী ও আওয়ামীলীগ এর রাজনৈতিক এর একজন সক্রিয় কর্মি হিসাবে এলাকায় পরিচিত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুৎ হলে ঐ বেলাল ভোল্ড পাল্টিয়ে বিএনপি যোগ দেয়ার জন্য বিএনপির নেতা বা কর্মির সাথে সখ্যতা গোড়ে তোলে এতে প্রকৃত বিএনপির নেতা কর্মিরা খুবই ক্ষণ্ণ হয়ে নারী লোভী বেলাল এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে এক নারী বেলালকে জড়িয়ে ধরে রাখা ছবি ও আওয়ামী লীগের সিনিয়র নেতার সঙ্গে থাকা ছবিসহ বিভিন্ন বাজে মন্তব্য করে লেখা দিয়ে পোস্ট দেয় যাহা ব্যাপক সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন বিএনপি সহ মানুষের মাঝে। ঐ লেখার মাধ্যমে বলেন আক্তারুজ্জামান বেলাল একজন নারী আসক্ত, পুলিশ এর সোর্স, আওয়ামী লীগের দালাল সহ বিভিন্ন ভাবে তাকে মন্তব্য করেন। সার্বিক বিষয়ে একটি অনুসন্ধানমূলক তথ্য সংগ্র করেন সাংবাদিকরা এতে হিংসার বসবতি হয়ে তার কুকর্ম ঢাকতে সাংবাদিকদের সায়েস্থা করার মিশনে নামেন বেলাল। এ বিষয়ে সাংবাদিক আবু সাঈদ বলেন আমি দীর্ঘদিন সুনামের সাথে বস্তুনিস্ঠু সাংবাদিকতা করছি এবং বেলাল এর বিরুদ্ধে বহু অপকর্মের অভিযোগ পাওয়া গেছে, সে গুলো যেন পত্রিকায় প্রকাশ না পায় তাই আমাকে সায়েস্থা করার জন্য বেলাল হোয়াটসফে কল করে জীবন নাশের হুমকি সহ বিভিন্ন মাধ্যমে ও যেকোনো ভাবে আমাকে ক্ষতি করার জন্য অপকৌল অবলম্বন করছে। আমি ও আমার পরিবার খুবই আতঙ্ক মধ্যে আছি এবং আমি পুলিশ ও প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করে বেলালকে আইনের মাধ্যমে শাস্তি দাবি করছি।
Leave a Reply