এস, এম, ফিরোজ হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২মে (সোমবার) দুপুর ১২টায় র্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা ভূমি অফিসে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। শ্যামনগর উপজেলা ভূমি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত মোঃ আজহার আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানা ওসি তদন্ত মোঃ হাফিজুর রহমান।অনলাইনে নামজারি করার বিষয় বিস্তারিত আলোকপাত করেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন।
Leave a Reply