নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আজ রবিবার (২৬শে ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ৯টি ইউনিয়নে। ৬নং রমজান নগর ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানাযায়, নৌকা প্রতীকের প্রচারের বহর ও কর্মী সমর্থকদের উৎফুল্লতা দেখে বোঝা গেল খুব ভাল অবস্থানে আছে সেখানকার নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহনুর আলম। তিনি বর্তমান ৬নং রমজান নগর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষের মতামতে বোঝা যাচ্ছে মোঃ শাহনুর আলম এবার বড় ব্যবধানে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের কে পরাজিত করতে সক্ষম হবে। কারণ এবার নতুন ভোটারের সংখ্যা বেড়েছে বেশ। আর নতুন ভোটারদের পছন্দ নৌকা প্রতীকের প্রার্থী বলেও শোনা যাচ্ছে। রমজান নগর ইউনিয়নের এবারের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৩ শত ৩৯ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা, মোঃ শাহনুর আলম। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটর সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আকবর আলী। আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাশিদুল ইসলাম। ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিস্কৃত বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন। চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবতাবুজ্জামান। হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুস সালাম। স্থানীয় সরকার নির্বাচন বিবেচনায় দল মতের উর্ধে থেকে যোগ্য প্রার্থী হিসাবে মোঃ শাহনুর আলমের নাম খুব জোরে সোরেই শুনা যাচ্ছে। অপর দিকে বিশ্বস্ত সুত্রে শোনা যাচ্ছে জনপ্রিয়তার দিক থেকে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোঃ আকবর আলীর সাথে। ব্যানার, পোস্টার , লিফলেটে ভরে গেছে রমজান নগর ইউনিয়নের সমস্ত রাস্তা, বাজার ও অলিগলি। ইতোমধ্যে রমজান নগর ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে আওয়ামী লীগের নেতাকর্মিরা কাজ করে যাচ্ছে।
রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউপিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে সংস্থাটি।
Leave a Reply