স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা উপজেলার ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানিয়েছেন ৭ জন ইউপি সদস্য। এর প্রতিক্রিয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাল্টা অভিযোগ করে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
সম্প্রতি কুলিয়া ইউনিয়ন পরিষদের ৭ জন নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডল দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়ন পরিষদে নানাবিধ অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়মিত পরিষদে উপস্থিত থাকেন না, নিজের নামে ভুয়া স্বাক্ষর ব্যবহার করে বিল ভাউচার তৈরি করেন, ব্যক্তিগত কাজে পরিষদের সীলমোহর ও সম্পদ ব্যবহার করেন, গ্রাম আদালতের মামলায় দলীয় প্রভাব বিস্তার করেন এবং ভাতা কার্ড পরিবর্তন বা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে ইউপি সদস্যদের মতামতকে গুরুত্ব দেন না। এই সকল কার্যকলাপের কারণে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেন। তারা জনস্বার্থে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রভাস চন্দ্র মন্ডলের পরিবর্তে প্যানেল চেয়ারম্যান-২ মোছাঃ ফতেমা খাতুনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার জন্য ইউএনও-কে অনুরোধ জানান।
এদিকে, এই অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস চন্দ্র মন্ডলও উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি পাল্টা অভিযোগ জমা দিয়েছেন। তার অভিযোগপত্রে তিনি বলেন, গত ৯ সেপ্টেম্বর, ২০২৪ থেকে তিনি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্যের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করছেন। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ করেছে।
প্রভাস চন্দ্র মন্ডল আরও বলেন, তিনি ইউনিয়ন পরিষদে কোনো অনিয়ম বা দুর্নীতি হতে দেননি এবং একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তিনি তার উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন এবং প্রশাসনের কাছে তার দায়িত্ব পালনে যাতে কোনো বাধা না আসে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
Leave a Reply