উপক‚ল প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকার ভাঙ্গন কবলিত উপকূল বাঁধের সংস্কারের সরঞ্জাম হিসেবে এক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক প্লেসিং করা জিও ব্যাগের বালু। দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় পুরানো জিও ব্যাগের বালু নতুন ব্যাগে, পকেট ভারী করার পরিকল্পনা শ্রমিক সরদারের এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করার পারেই ।
অনিয়ম ঢাকতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ছাপ ঠিকাদার পরিচয়দানকারী আইয়ুব আলী। বাঁধ সংস্কারের অনিয়ম ধামাচাপা দিতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন তিনি। তবে এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। জানা গেছে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান অনিতা এন্টার প্রাইজ জিও ব্যাগ প্লেসিং করে তার কাছ থেকে সাপ ঠিকাদার হিসেবে কাজ নিয়েছে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকার শ্রমিক সরদার আইয়ুব আলী।
গত ২৫ শে ফেব্রæয়ারি ওই এলাকায় উপকূল রক্ষা বাঁধে ফাটল দেখা দিলে সংস্কারের তৎপরতা শুরু করে পানি উন্নয়ন বোর্ড । এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় শ্রমিকের সরদার আইয়ুব আলীর নেতৃত্বে পূর্বের বালুভর্তি পুরাতন জিও ব্যাগ কেটে নতুন জিও ব্যাগ ভরে খালি ব্যাগ নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটে। শুধু একবার নয় এর আগেও এরকম কাজ হয়েছে এই শ্রমিক সরদারের নেতৃত্বে বলে জানাযায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সুশীল সমাজের লোকজনের দাবি এ ঘটনায় দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার।
Leave a Reply