উপকূল প্রতিনিধি: সুন্দরবনে যেয়ে বাঘের আক্রমনে নিহত বনজীবিদের অসহায় বিধবা স্ত্রী ও পরিবারের সদস্যদের মধ্যে খাবার পানি সংরক্ষনের ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার দুর্যোগ কবলিত গাবুরার চকবারা গ্রামে উপকারভোগী পরিবারগুলোর হাতে এসব ট্যাংক উঠিয়ে দেয়া হয়। স্বেচ্ছাসেবী সংগঠন গাবুরা সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগ ও ‘দ্যা সাদাকা সিসটারর্স’ পক্ষ থেকে বাঘ বিধবা ৫০ পরিবারের মাঝে এসব পানির ট্যাংক হস্তান্তর করা হয়। এসময় ড.আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে ও হাবিবুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘দ্যা সাদাকা সিষ্টারস’ এর প্রতিষ্ঠাতা নিগাত কেয়া হক, প্রফেসর ড. জিয়াউল হক,ডা: নাজনীন তালুকদার ,৮নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম,৭ নং ওয়ার্ড ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান প্রমূখ। প্রধান অতিথি নিগাত কেয়া বলেন, আমাদের প্রতিষ্ঠান যত দিন থাকবে আমার বাঘ বিধবা নারীদের পাশে থেকে কাজ করে যাবো, এদিকে বাঘ বিধবা নারীরা পানির ট্যাংক পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
Leave a Reply