কালিগঞ্জ ব্যুরো চীফ: সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ১৫ আগস্ট মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২৩ উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোর ৫.৪৫ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত,সকাল ৯ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও কর্মচারীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা রচনা প্রতিযোগীতা,কবিতা আবৃতি,বঙ্গবন্ধুর অসমাপ্ত আতœজীবনী হতে পাঠ, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভীন,সিনিয়র শিক্ষক নারায়ন চন্দ্র সরদার, রবীন চন্দ্র লস্কার,ব্রজেন কুমার মন্ডল,সুব্রত কুমার সরকার,শংকরী ঘোষ,সহকারী শিক্ষক রুখসানা আক্তার, প্রসেনজিত রায়,দেবপ্রসাদ পালিত ও মো: শাহীনুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।দোয়া পরিচালনা করেন বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুর রহমান।
Leave a Reply