মোমিনুর রহমান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০১ ডিসেম্বর বিকাল ৪ টায় পারুলিয়া বাসস্ট্যান্ডে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেবহাটা বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানে পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান সরাফীর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তারুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। এসময় আরো বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়ার চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাবেক যুগ্ম আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, জেলা যুবদলের সভাপতি আইনুল ইসলাম নান্টা ও আলহাজ্ব আব্দুর রউফ সাহেব এর পোতা সামির সোয়েব ও আব্দুল্লাহ আল সেয়াম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম হাবিবুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল ও সদস্য সচিব মেহেদী হাসান সবুজ ও যুগ্ম আহবায়ক আহছানউল্লাহ ডালিম, বিএনপি নেতা প্রভাষক আবু তালেব মোল্ল্যা, বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজ এর সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও সাধারন সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন সহ বিভিন্ন এলাকার বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা। এসময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে বলেন , আমাদের উপরে যে অত্যাচার- নির্যাতন হয়েছে তার চেয়েও বেশী সীমাহীন অত্যাচার- নির্যাতিত নিপিড়নের স্বীকার হয়েছিল বেগম খালেদা জিয়া। সেজন্য আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ। আমরা তার জন্য দোয়া করি তিনি যেন রোগ থেকে মুক্তি পেয়ে আবারও দেশ পরিচালনা করতে পারেন এবং আল্লাহ উনাকে যেন সুস্থতা দান করেন। অতিথিরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিয়ে যাকে মনোনয়ন দিয়াছেন আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।
Leave a Reply