মোঃ ফরিদ উদ্দিন আহমেদ শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ১৪ ই ফেব্রুয়ারি” সকাল ১১ঘটিকায়। গত ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্যামনগরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ১৪ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত । শপথ বাক্য পাঠ করাবেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব হুমায়ুন কবির মহোদয়। নির্বাচিত চেয়ারম্যানগন হলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস,নুরনগর ইউপি চেয়ারম্যান জনাব বক্তিয়ার আহমেদ, রমজান নগর ইউপি চেয়ারম্যান আল মামুন, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পদ্দাপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ আলম, তবে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের জেলহাজতে থাকায় ১৪ ই ফেব্রুয়ারি শপথ নেওয়া সম্ভব হয়নি। এদিকে আরেক সূত্রে জানা গেছে শ্যামনগর উপজেলা নির্বাহি অফিসার ঢাকায় ট্রেনিংয়ে থাকায় ইউপি সদস্যদের শপথের দিন এখনো ধার্য করা হয়নি।
Leave a Reply