নিজস্ব প্রতিনিধি: খুলনা জলোর প্রাতষ্ঠিানকি-অপ্রাতষ্ঠিানকি খাতরে প্রায় সাড়ে তনি’শ শ্রমকি এবং তাদরে পরবিাররে সদস্যদরে হাতে শ্রম ও র্কমসংস্থান প্রতমিন্ত্রী বগেম মন্নুজান সুফয়িান বাংলাদশে শ্রমকি কল্যাণ ফাউন্ডশেন তহবলি থকেে মৃত্যু জনতি, দুরারোগ্য ব্যাধতিে আক্রান্ত, র্দুঘটনায় আহত এবং শ্রমকিদরে সন্তানরে উচ্চ শক্ষিায় সহায়তা হসিবেে এক কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার চকে তুলে দনে।
আজ (শনবিার) দুপুরে খুলনা মহানগরীর রুপসা এলাকায় বভিাগীয় শ্রম দপ্তর চত্বরে চকে হস্তান্তর অনুষ্ঠানে প্রতমিন্ত্রী শ্রমকিদরে এই সহায়তার চকে তুলে দনে।
চকে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তৃতায় শ্রম প্রতমিন্ত্রী বলনে, পাটকল বন্ধ হয়ছেে বলা যায় না, উৎপাদন বন্ধ রয়ছে।ে প্রধানমন্ত্রী শখে হাসনিা শ্রমকিদরে পাওনাদি কড়ায়-গণ্ডায় মটিয়িে দয়িছেনে। পাট-শল্পিরে সাথে সংশ্লষ্টিদরে সুখবর দয়িে বলনে, ৫টি পাটকল চালুর জন্য ইতোমধ্যে দরপত্র জমা হয়ছে।ে বশিষেজ্ঞ কমটিরি বষিয়টি পরীক্ষা-নরিীক্ষা চলছ।ে শীঘ্রই পাটকলগুলো আবার চালু হবে বলে তনিি আশা করনে। প্রতমিন্ত্রী বলনে, ৪৯ বছর ধরে সুখ-েদুঃখে শ্রমকিদরে সাথে আছ।ি ডসিম্বেরে ৫০ এ পড়ব।ে যতদনি বঁেচে থাকবো, শ্রমকিদরে কল্যাণে কাজ করে যাবো।
শ্রম প্রতমিন্ত্রী শ্রমকিদরে উদ্দশ্যেে বলনে, র্কমকে ফাঁকি দওি না, জীবন তোমাকে ফাঁকি দবি।ে র্কম করে জীবনমানরে উন্নয়ন করতে হব।ে অসুস্থ, দুরারোগ্য ব্যাধতিে আক্রান্ত শ্রমকিগণ শ্রমকি কল্যাণ ফাউন্ডশেন তহবলিে আবদেন করলে দ্রুত সহায়তার উদ্যোগ নয়ো হব।ে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়কি সম্প্রীতি বনিষ্ঠরে অপচষ্টোর কথা তুলে ধরে বলনে, প্রধানমন্ত্রী শখে হাসনিার নতেৃত্বে দশেী বদিশেি সকল ষড়যন্ত্র মোকাবলো করে জাতরি পতিার স্বপ্নরে সোনার বাংলা গড়তে সজাগ থকেে নজি নজি দায়ত্বি পালন করতে হব।ে
বশিষে অতথিরি বক্তৃতায় শ্রম অধদিপ্তররে মহাপরচিালক গৌতম কুমার শ্রম প্রতমিন্ত্রী বগেম মন্নুজান সুফয়িানকে “শ্রমকিরে মা” উপাধি দনে। তনিি বলনে, শ্রম অধদিপ্তররে চোখে কোটি শ্রমকি স্বপ্ন দখে।ে তজেগাঁওয়ে শ্রমকিদের হাসপাতাল এবং মতঝিলিে লবোর টাওয়ার নর্মিাণ করা হব।ে আগামীতে শ্রমকি কল্যাণ স্কুল কলজে করার স্বপ্ন দখেছে শ্রম মন্ত্রণালয়।
খুলনার জলো প্রশাসক মো: মনরিুজ্জামান তালুকদাররে সভাপতত্বিে অনুষ্ঠানে খুলনা মট্রেোপলটিন পুলশিরে অতরিক্তি পুলশি কমশিনার (ক্রাইম) এস এম ফজলুর রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক এমডএি বাবুল রানা, কলকারখানা ও প্রতষ্ঠিান পরর্দিশন অধদিপ্তররে উপ-মহাপরর্দিশক মো.মাহফুজুর রহমান ভূঁইয়া, খুলনা জলো জাতীয় শ্রমকি লীগরে সভাপতি বি এম জাফর এবং মহানগর শ্রমকি লীগরে সাধারণ সম্পাদক রণজতি কুমার ঘোষ বক্তৃতা করনে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করনে খুলনা শ্রম দপ্তররে বভিাগীয় পরচিালক মো.মজিানুর রহমান। খুলনা বভিাগীয় শ্রম দপ্তর এই অনুষ্ঠানরে আয়োজন কর।ে
বাংলাদশে শ্রমকি কল্যাণ ফাউন্ডশেন তহবলি থকেে খুলনা জলোয় এ র্পযন্ত ৪ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়ছেে বলে অনুষ্ঠানে জানানো হয়।
Leave a Reply