নাজমুল হোসেন: কালীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধি মেনে অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ! কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মাঠে প্রতিদ্ব›দ্বীকারি চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী, ও সাধারণ সদস্যদের উপস্থিতিতে নির্বাচনী আচরণবিধি সহ সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সাভার উপজেলার ১২ টি ইউনিয়নের প্রতিদ্ব›িদ্বতাকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা, নির্বাচনী প্রচার-প্রচারণা বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদ ,নির্বাচন আচরণবিধি পাঠ করে শোনান উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অনুস গায়েন, কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রোকনুজ্জামান বাপ্পি, উপজেলা মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার ইকবাল আহমেদ ,উপজেলা প্রাণিসম্পদ অফিসার রিটার্নিং অফিসার ডাক্তার মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ, অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন, আগামী ২৮ শে নভেম্বর ২০২১ রবিবার কালীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply